বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

মাতৃজগত পরিবারের সম্মানিত অবিভাবক খাঁন সেলিম রহমান, এর কিছু কথা।

শেখ মোঃ হুমায়ূন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম রবিবার, ২৩ মে, ২০২১

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, আইপি চ্যানেল মাতৃজগত টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন এর চেয়ারম্যান, বাংলাদেশ জাতির পিতা পরিষদ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি, ঢাকা মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, খাঁন সেলিম রহমান বলেন। আমরা চোর, মিথ্যের আরাল থেকে সত্য চুরি করে সে সত্যটা সবার সামনে তুলে ধরি। হ্যাঁ আমরা চোর, রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে জীবনের মাঁয়া না করে, মিথ্যের আরালে লুকিয়ে থাকা সত্যটা বের করে সবার সামনে প্রকৃত সত্যটা তুলে ধরি। হ্যাঁ আমরা চোর, সত্যিটাকে বের করার জন্য যেখানে যেতে হয়, বিপদ আছে জেনেও আমরা সেখানে গিয়ে প্রকৃত সত্যটা বের করে সবার সামনে চুলে ধরি। হ্যাঁ আমরা চোর, কাগজ চুরি, ফাইল চুরি আমাদের জন্য নিয়মিত ঘটনা, আমরা কাগজটির ভিতরে মিথ্যের আরালে লুকিয়ে থাকা তথ্যটি আমাদের ব্যক্তিগত কোনো কারণে, ব্যক্তিগত কোনো সার্থে আমরা কাগজের ভিতরে মিথ্যের আরালে লুকিয়ে থাকা তথ্য চুরি করছি না, সাংবাদিকতার স্বার্থে, জনগণের তথ্য জনগণের জানার স্বার্থে আমরা গণমাধ্যম কর্মীরা কাগজের ভিতরে মিথ্যের আরালে লুকিয়ে থাকা তথ্যটি চুরি করি, যুগ যুগ ধরে সাংবাদিকতা এভাবেই এগিয়ে চলছে। খাঁন সেলিম রহমান আরো বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক, রোজিনা ইসলামের উপর হয়রানির মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, আইপি টিভি চ্যানেলের সাংবাদিক, অনলাইন পত্রিকার সাংবাদিক, সহ দেশের বড় ছোট সিনিয়র জুনিয়র সাংবাদিক বৃন্দরা। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশ্বত মুক্তি দাবিতে মানববন্ধন করছি, দোশিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূকল শাস্তির দাবি জানাচ্ছি ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশ্বত মুক্তির দাবি জানাচ্ছি, সত্যের জয় হবেই হবে ইনশ্বাআল্লাহ। খাঁন সেলিম রহমান, আরো বলেন। (একটা কথা না বললেই নয়) আমি মনে করি এবং, সিনিয়র স্টাফ রিপোর্টার, সিনিয়র ক্রাইম রিপোর্টার, স্টাফ রিপোর্টার, বিভাগীয় ব্যুরো প্রধান, জেলা ব্যুরো প্রধান, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমান প্রতিনিধি, সহ সকল সাংবাদিক বৃন্দরা যারা আছেন সবাইকে বলছি। টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান মহোদয়দের আপদ বিপদে যে সাংবাদিকরা পাশে থাকেননা, প্রিন্ট পত্রিকার সম্পাদক মহোদয়দের আপদ বিপদে যে সাংবাদিকরা পাশে থাকবেননা। আইপি টিভি চ্যানেলের চেয়ারম্যান মহোদয়দের আপদ বিপদে যে সাংবাদিকরা পাশে থাকেননা। সাংবাদিক হয়ে আরেকজন সাংবাদিক অর্থাৎ প্রিয় সহকর্মী সাংবাদিকের আপদ বিপদে পাশে থাকেননা, পাশে থাকার চেষ্টাও করেননা। যখন কোনো জুনিয়র সাংবাদিক বিপদে পরেন তখন ওই সিনিয়র সাংবাদিকরা তাদেরকে কথিত সাংবাদিক বলে আখ্যায়িত করেন। অথচ আপনি সিনিয়র সাংবাদিকরা যখন বিপদে পরেন তখন সবার আগে ওই জুনিয়র সাংবাদিকরাই প্রতিবাদ জানায়, মানববন্ধনের ব্যানার ধরে প্রক্ষর রোদের দারিয়ে থাকে। খাঁন সেলিম রহমান আরো বলেন। যে সব সাংবাদিক বৃন্দরা শুধ মাত্র আনন্দের দিনে, সুখের দিনে পাশে থাকেন, পাশে থাকতে চাঁন, আমি সে সব সার্থবাদি, কার্ডধারী, নামধারী সাংবাদিকদের বলতে চাই। আপনরা শুধু আপনাদের নামের জন্য সাংবাদিকতা করেন, নিজের সার্থের জন্য সাংবাদিকতা করেন, নিজদের সার্থের জন্য সাংবাদিকতা করেন। টেলিভিশন চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান মহোদয়দের ভালোর জন্য কিছু না করে, টেলিভিশন চ্যানেলের ভালোর জন্য কিছু না করে, আইপি টিভি চ্যানেলের চেয়ারম্যান মহোদয়দের ভালোর জন্য কিছু না, আইপি টিভি চ্যানেলের ভালোর জন্য কিছু না করে, প্রিন্ট পত্রিকার সম্পাদক মহোদয়দের ভালোর জন্য কিছু না করে, প্রিন্ট পত্রিকার ভালোর জন্য কিছু না করে। অনলাইন পত্রিকার সম্পাদক মহোদয়দের ভালোর জন্য কিছু না করে, অনলাইন পত্রিকার ভালোর জন্য কিছু না করে আপনরা শুধু মাত্র হ্যাঁ শুধু আপনাদের ভালোর জন্য সাংবাদিকতা করেন, সেটাকে সাংবাদিকতা বলেনা। সেটা বলে নিজের সার্থের, নিজের ভালোর জন্য সাংবাদিকতা, অবৈধ ভাবে অর্থ উপার্জন করা। সার্থবাদি, কার্ডধারী, নামধারী সাংবাদিকদের বলতে চাই, প্লিজ প্লিজ সাংবাদিকতার মতো মহান পেশাকে কলংকিত করবেননা। খাঁন সেলিম রহমান, আরো বলেন। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের দুর্দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে, দেশের সকল বড় ছোট সিনিয়র জুনিয়র সকল সাংবাদিক ভাই বোনেরা, সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশ্বত মুক্তি দাবিতে, প্রতিবাদ সভা ও মানববন্ধন করছি। একটা কথা মনে রাখবেন আজকে রোজিনা ইসলামের সাথে যেমটা হয়েছে, কালকে হয়তো আমার সাথেও হতে পারে, পরশু হয়তো আপনার সাথেও হতে পারে। অতএব হিংসাত্ম মন-মানষিকতা বাদ দিয়ে, আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকি। আসুন আমরা আজ থেকে শপথ করি দেশের যে কোনো স্থানে যে কোনো সাংবাদিক, বড় ছোট সিনিয়র জুনিয়র সাংবাদিকরা যদি বিপদে পরে আমরা সবাই এই ভাবে ঐক্যবদ্ধ থাকবো। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একে অপরের বিপদ আপদে পাশে থাকি তাহলে। আমাদের হয়রানি মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করতে পারবেনা, আমি মনে করি। বড় ছোট সিনিয়র জুনিয়র সকল সাংবাদিক আমাদের ঐক্যবদ্ধতাই আমাদের হাতিয়ার, আমাদের শ্বাহস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581