গাজীপুর মহানগরীর উত্তর সালনা এলাকা থেকে ৫ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১ ।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে গাজীপুর সদর থানাধীন উত্তর সালনা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ধর্ষণকারী মোঃ নুরুল ইসলাম(৫৯) মহনগরীর উত্তর সালনা এলাকার প্রয়াত আঃ মন্নানের ছেলে।
পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন উত্তর সালনা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।
এসময় আসামির নিকট হতে উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দেহ তল্লাশী করে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, ভিকটিম(০৫)কে চকলেটের লোভ দেখিয়ে আসামী তার মুদির দোকানের পিছনে নিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধৃত আসামীকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply