মাছের রেনু নিধনে সময় সংবাদ সংগ্রহ করতে গেলে কিছু অসাধু লোক তাহার উপরে চরাউ হয় এবং হুমকি দেয়। হুমকির কিছু দিন পরে রাংগাবালী উপজেলা ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বরই তলায়। মাছের পোনা নিধন কারী মূল হোতা আখিদুল (৩৪) ও রওশন মৃধা এবং রাসেল মাল সহ তাদের লোক জন ১৫ থেকে ২০ জনের দল এসে এলো পাতালী মার ধর করে। মোবাইল টাকা পয়সা মূল্য বান কাগজ পত্র নিয়ে জায়। ঐখানে উপস্থিত থাকা কিছু লোক তাহাকে ধরে নিয়ে ডাঃ সবুজ মাতব্বারের ক্লিনিকে ভর্তি করান। চিকিৎসার কয়েক ঘন্টা পরে ইমরানের সারিলি অবস্থা অবনতি হয়ে বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ করা হয়ে। ইমরানের অবস্থা অবনতি দেখে রাংগাবালী থানার ভারপ্রাপ্ত ইনর্চাজ উন্নত চিকিৎসার জন্য গলাচিপা উপজেলায় যাওয়ার পরামর্শ দেন।
Leave a Reply