বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সাতক্ষীরা পৌর শাখার কর্মিসভায় আগামী ২রা এপ্রিল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারী-২০২১) বিকাল ৩টায় সংগঠনের জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা পৌর সভাপতি আসাদুজ্জজামান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাষ্টার নির্মল দাশ, সহ-সভাপতি ইমাম হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক আহসান হাবিব, শংকর মিস্ত্রি, মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায়, সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, এড. সুনীল ঘোষ, নাজমা খাতুন, সাইফুল আজম খান মামুন, লুৎফর রহমান টুকু, অর্থ সস্পাদক হাফিজুল ইসলাম, পৌর শাখার সিরাজুল ইসলাম, মুছা গাজি, রবিন সরকার, ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত মোতাবেক ১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
Leave a Reply