রিপোর্ট ঃএস.এম জসিম
২১শে আগষ্ট গেনেড হামলার ১৬তম বাষিকীতে
১০নং উত্তর কাটলী ওয়াড আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০ঘটিকার সময় আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনে কাযালয়ে অনুষ্ঠিত হয়।
২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের সমাবেশে গেনেড হামলা চালিয়ে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের ইসএি আইভী রহমান সহ২৪ জন নিহত হন,আরো চার শতাধিক এর বেশি নেতাকর্মী আহত হন।
সেই দিন কে স্মরণ করে উত্তর কাটলী ওয়াড আওয়ামী লীগ এর আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের যুগণ আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েলের সভাপতিত্বে, পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ কাযনিবাহির সদস্য, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর ড. নিছার উদদীন আহমেদ মনজু।
যুগ্ম আহবায়ক মো ইকবাল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, হাবিবুর রহমান, সাবেক মহিলা কাউন্সিলর আবেদা আজাদ,আবুল কালাম আবু, শংকর দাশ রবিন, অজয় দাশ মিএ শংকু,আকবর শাহ থানার পচার ও পকাশনা সম্পাদক মো আবু সুফিয়ান,হারুনুর রশীদ, আবদুললা আল হারুন, মাঈনুদদিন,তারেক, শিবলু বিশ্বাস, জহির উদদীন,মিজানুর রহমান জনি,রোকন উদদীন চৌধুরী সহ সকল নেতৃবৃন্দ রা উপস্থিত ছিলেন।
Leave a Reply