২০২০সালের এসএসসি পরিক্ষার্থী মোঃ আসিফ শেখ এর জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন। আসিফ শেখ, এর দাদা গাজীপুরের শ্রীপুর পৌরসভা ৮নং ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বিসিষ্ট সমাজ সেবক, আলহাজ্ব মোঃ বোরহান উদ্দিন সাহেব। আসিফ শেখ, এর পিতা পৌর এলাকা মাওনা চৌরাস্তা কিতাব আলী প্লাজার বিশিষ্ট ব্যবসায়ী, আসিফ ইলেকট্রনিক্সের মালিক আলহাজ্ব মোঃ আবুল কাশেম সাহেব। আসিফ শেখ, এর বড় চাচা মোঃ আবু হানিফ চাঁন(পীর সাহেব), মেঝো চাচা, মোঃ আবু সাঈদ সাহেব। ছোট চাচা, মোঃ হুমায়ূন কবির, বড় ভাই, মোঃ ইমন শেখ, সহ আরো অনেকে।
Leave a Reply