বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

১৬ জন মাদক ব্যবসায়ী/ সেবী আত্মসমর্পণ।

স্টাফ রিপোর্টারঃ মোঃ রুবেল ইসলাম সিডর।
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
গত ১০/০২/২০২১ খ্রিঃ জেলা পুলিশ পিরোজপুর কর্তৃক, জেলার সিও অফিস মোড় আত্মসমর্পণকৃত মাদকসেবী/ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়। উক্ত সভায় নতুন করে ১৬ জন মাদক ব্যবসায়ী/ সেবী আত্মসমর্পণ করেন। ডিআইজি মহোদয় তাদের ফুল ও উপহার সামগ্রী প্রদান করে বরণ করে নেন। প্রধান অতিথি মহোদয় মাদক সেবী/ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, মাদক ব্যবসায়ীদের জায়গা হবে জেলখানা।’আত্মসম্পর্নকৃত মাদকসেবীদের সমাজে পুনর্বাসনের জন্য পিরোজপুরে তাদের নিয়ে গঠিত সমিতি “আলোর পথে” এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থার করা হবে । উক্ত সমিতির মাধ্যমে তাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ, ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ, সেলাইয়ের কাজ, মৎস্য চাষ, কৃষি উৎপাদন , গবাদি পশু ও হাঁঁস-মুরগী পালন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও ঋণ গ্রহণের ব্যবস্থা করা হয়। মতবিনিময় সভা শেষে জনাব হায়াতুল ইসলাম খান, পুলিশ সুপার পিরোজপুর এর সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় ডিআইজি মহোদয় বলেন আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন মাপকাঠিতে বাংলাদেশ বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং টেকসই করতে হলে টেকসই সুষ্ঠু আইনশৃঙ্খলার কোনো বিকল্প নেই।আর টেকসই আইনশৃঙ্খলার জন্য জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততা অত্যাবশ্যক। থানার পুলিশি সেবা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছানো এবং পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার প্রত্যয় নিয়ে বাংলাদেশের প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে শুরু করা হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে সকলের সাহায্য কামনা করেন, পুলিশকে অপরাধ এবং অপরাধী সম্পর্কে তথ্য দেয়ার জন্য জনগনের প্রতি আহ্বান জানান তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জেলা প্রশাসক, পিরোজপুর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম -সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবা,সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব মোঃ রিয়াজ হোসেন পিপিএম-সেবা, পিরোজপুর পৌরসভার মেয়র জনাব হাবিবুর রহমান মালেক, জনাব জায়েদ খান (অভিনেতা) এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক,পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581