আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক’র পক্ষে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাঁকাল সরদার পাড়া এলাকায় মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক নির্বাচনী গণসংযোগ করেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও পৌরসভার সার্বিক উন্নয়নে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। এ সময় আসাদুজ্জামান বাবু ভোটারদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা সরকার, উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই সারা দেশে উন্নয়নের ধারা চলমান রয়েছে। সকলকে ১৪ ফেব্রুয়ারি-২০২১ পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান।
Leave a Reply