শিল্পীনগরী গাজীপুর এর কাশিমপুরে সকাল থেকে বেতন এর দাবিতে আন্দোলন করছেন ১৫-১৬ হাজার পোশাক শ্রমিক।
আজ সোমবার ১১ মে সকাল ৭ ঘটিকা থেকে থমকে থমকে কাজ বন্ধ করে সম্পুন্ন বেতন ও বোনাসের দাবি করেন। কর্মরত পোশাক
শ্রমিকরা। কিন্তু মালিক পক্ষের কোন সারা না পাওয়ার অবশেষে প্রায় ১৫ থেকে ১৬ হাজার শ্রমিক কাজ বন্ধ করে সমাবেশ স্থালে এসে বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন করে। গাজীপুর কাশিমপুর পুলিশের কর্মকর্তারা প্রথমে দিকে শ্রমিক দের দাবি নিয়ে শ্রমিকদের পুনরায় কাজে যোগদান করতে বলেন। পুলিশের পক্ষ থেকে বলা হয় মালিক পক্ষের সঙ্গে পোশাক শ্রমিকদের দাবি প্রসঙ্গে কথা বলে জানানো হবে। আপাদত শান্তি পুন্ন ভাবে কাজে যোগ দান করেন। শ্রমিকরা নাখোজ করে দেন এই প্রস্তাব। শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারি তাদের দাবিগুলো ঃ-
(১) ১০০% বেতন ও ঈদের বোনাস দিতে হবে।
অতীতের ঈদের মতো এবার ও চলতি মাসের অর্ধেক বেতন দিতে হবে।
(২) বেতন দেওয়ার পর কাজে যোগদান করবে এর আগে তারা ফ্লোরে প্রবেশ করবেন না।
(৩) এপ্রিল মাসে অফিস বন্ধ থাকা সত্যেও অনেকে কাজ করেছেন। তারা ১০০% বেতনের সাথে তাদের বন্ধের মধ্যে যে কয়দিন কাজ করেছেন। তার ওটি ( অতিরিক্ত হাজিরা) চান।
পোশাক শ্রমিকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি তুলেধরা হলো।
Leave a Reply