টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ১৭ মার্চ রাত ১টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা নাটমোরা পাড়া সংলগ্ন রাখাইন সম্প্রদায়ের শ্মশানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোক পালিয়ে যেতে দেখে সন্দেহ হলে ঘটনাস্থল তল্লাশী করলে মাটি খোঁড়া অবস্থায় একটি বড় পুটলা দেখতে পায়।
তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে দেড় কোটি টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তা সাধারণ ডায়েরী করতঃ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply