বর্তমান করোনা ভাইরাস প্রাদুর্ভাবে অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে এক হাজার পাঁচশত টাকা করে আটশত সত্তর পরিবার কে সহায়তা প্রদান করা হয়েছে। আজ ১৬ই এপ্রিল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন হোয়াইক্যং ইউনিয়নের আট শত সত্তর হত দরিদ্র পরিবারের মাঝে এই অনুদান সুন্দর ভাবে বন্টন করা হয়েছে।
উক্ত কার্যক্রম হোয়াইক্যং ইউপি পরিষদ থেকে সকাল ১১টার সময় উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। হোয়াইক্যং ইউনিয়নের পাঁচটি কেন্দ্র থেকে একযোগে উক্ত টাকা বিতরণ করা হয়। তিনি উপস্থিত সকল কে হতাশাগ্রস্থ না হয়ে ধৈর্য সহকারে দুরত্ব বজায় রেখে করোনার থাবা থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য সতর্ক থাকার অনুরোধ করেন। প্রতিনিয়ত মাস্ক ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করেন। অসহায় জনগন এমন কষ্টের সময়ে নগদ টাকা পেয়ে খুব-ই আনন্দিত হয়েছেন বলে মিডিয়াকর্মীদের জানান।
Leave a Reply