রিপোর্ট হাজেরা বিবি (লাকী)
গত ২৮শে জুলাই রোজ মঙ্গলবার রাত ৮ ঘটিকার সময় হালিশহর গোডাউন বাজারে সি.এস.ডি গোডাউনের কাযকরী কমিটির সাধারণ সম্পাদক মো আলী আজগর শমিকদের নিয়ে কথা বলা সময় অতকিত হামলা করা হয়।
মো আলী আজগর সোহেল ২৫/০৫/২০১৭ইং তারিখ সি.এস.ডি শমিক ইউনিয়ন রেজিঃনঃ চট্ট-৯১০ কাযকরী কমিটির অনুষ্ঠিতব্য নিবাচনে শমিকদের ভোটের জয় হয়ে সাধারণ সম্পাদক হিসেবে নিযুকত হন।
এই দীর্ঘ তিন বছর ধরে কিছু ষড়যন্ত্র কারীরা বিভিন্ন ভাবে মো আলী আজগর সোহেল এবং শমিকদের উপর হামলার পায়তারা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৮শে জুলাই সোহেল এর উপর হামলা করে।
এই হামলার পতিবাদে হালিশহর সি এস ডি শমিক গোডাউন কাযকরী কমিটির সভাপতি মোঃ আমিন এর সভাপতিতে ২৯শে জুলাই সকাল ১০ ঘটিকায় পতিবাদ সভা করেন। এই পতিবাদ সভায় উপস্থিত ছিলেন সি এস ডি শমিক গোডাউন কাযকরী কমিটির সভাপতি মোঃ আমিন, সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মো আলী আজগর সোহেল, সহ-সাধারণ সম্পাদক মো-ইসহাক,কাযকরী সদস্য মো জামাল এবং সি এস ডি গোডাউনে কমরত সকল শমিকেরা।তারা সকলেই এই ষড়যন্ত্রের তীব্র পতিবাদ জানান।হালিশহর থানায় এই হামলার সাধারণ ডায়েরি করা হয়েছে।
সুষঠ তদনতে মাধ্যমে এই হামলার দোষীদের আইনের আওতায় আনার জন্য উপস্থিত সকলে জোর আবেদন জানান।
Leave a Reply