১৬ জুন (বুধবার) চাঁদপুরের হাজীগঞ্জ থানার বিষেশ অভিযান পরিচালনা করিয়া ৫ জনকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ । অফিসার ইনচার্জ হারুনুর রশিদের নেতৃত্বে উক্ত অভিযানে অংশ গ্রহন করেন এসআই মো.ইউনুছ,হারুনুর রশিদ,এএসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স ।ভিন্ন দুইটি অভিযানে গ্রেফতারকৃতরা হলেন-নাছিরকোর্ট মোল্লা বাড়ীর আব্দুল রব মোল্লার ছেলে মোঃ মহসিন মোল্লা (৩০), নাটেহরা(পশ্চিম বাড়ী)র মোঃ আলীর ছেলে মোঃ এমরান হোসেন(২২), রামচন্দ্রপুর (মাইজের বাড়ী)র মৃত সোনা মিয়ার ছেলে মোঃ শুক্কু হোসেন(২১), রামচন্দ্রপুর গ্রামের চিটা গাজীর ছেলে বিল্লাল হোসেন(২৫), কচুয়া থানার রহিমানগর(মিয়া বাড়ীর) আঃরবের ছেলে মো:জয়নাল(২৮) । অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন-প্রতিদিনই আমাদের বিষেশ অভিযান চলছে এবং শান্তি সৃংখলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে ।আসামীদের কে আদালতে পাঠানো হয়েছে ।
Leave a Reply