চাঁদপুরের হাজীগঞ্জ থানার বিশেষ অভিযানে ২১০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ ।গ্রেফতারকৃতরা হলেন মকিমাবাদ মাইজের বাড়ীর আলী আশরাফের ছেলে মো.দুলাল (৩৮) এবং কংগাইশের আবদুল কাদেরের ছেলে রাসেদ ফকির (৩০)।থানা সুত্রে জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে (০৪ জুন)সকাল ১০.৩০ মিনিটের সময় রাজারগাও দেবপুর রাস্তার মাথার দেবপুর সিএনজি ষ্ট্যান্ড এর সামনে রাস্তার উপর হইতে দুইজনকে গ্রেফতার করা হয় । হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো.জয়নাল আবেদীন(১),এসআই মো. রবিউল ইসলাম,এএসআই মোজাম্মেল হোসেন, এএসআই ধীমান বড়ুয়া, এএসআই নাজিম এবং সংগীয় ফোর্স ।ওসি হারুনুর রশিদ বলেন গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে, মাদক নির্মুলে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।
Leave a Reply