শনিবার (২৯ মে) চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৪ জনকে আটক করছে হাজীগঞ্জ থানা পুলিশ। অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এর নেতৃত্বে এসআই জয়নাল আবেদীন (১),এএসআই সুজন কুমার দাশ ও সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর গ্রেফতার পরোয়ানায় ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৩ জন সহ মোট ৪ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতররা হলেন – সৈয়দপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাকির হোসেন, নরসিংদী হাদিয়ারচর গ্রামের মো.রফিক মিয়ার ছেলে শিপন (৩২),মকিমাবাদ গ্রামের তাজুল ইসলামের ছেলে শাকিল (২০), এবং মৃত্যু বাচ্চু মিয়ার ছেলে রুবেল (৩০)। অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
Leave a Reply