দীর্ঘদিনের পানি সমস্যা দূরীকরণে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প ভূমিকা রাখবে। বর্তমানে সাধারণ মানুষ টিউবয়েল এর পানির ওপর নির্ভরশীল থাকতে হয়। কিন্তু টিউবয়েল এর পানি ততটা বিশুদ্ধ নয়। এ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাধ্যমে পৌর এলাকার মানুষ বিশুদ্ধ পানি পেয়ে থাকবে। গতকাল হাজীগঞ্জ পৌরসভার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (ভূউপরিভাগস্থ পানি শোধনাগার প্রকল্প) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি এ কথা বলেন। তিনি আরো বলেন, পৌর বাসীকে পানির সেবা দিতে হবে। সে অনুযায়ী পৌর এলাকার সাধারণ জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। যাতে করে পৌর সভার সাধারণ মানুষও এ বিশুদ্ধ পানির আওতায় আসতে পারে। অনেকেরই পানির বিল পরিশোধ করার সামর্থ থাকবে না, তাই বলে তাদেরকে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত করা যাবে না। তিনি আরো বলেন, মানুষের আশা-আকাঙ্খা পূরণের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ কে সামনে রেখে ভিশন বাস্তবায়নে কাজ করেছেন এবং সে অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে। আর এ জন্য বর্তমান সরকার একের পর এক শহর থেকে গ্রাম পর্যন্ত দৃশ্যমান কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন এর সভাপতিত্বে ও পৌর সচিব নূরে আজম শরিফের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পৌকশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ, বিশিষ্ট ঠিকাদার আবু পাটোওয়ারী, বাবু রুহিদাস বনিক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু ও মানিক হোসেন প্রধানীয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর পরিষদের সকল কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ যুব ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এদিকে ভূপুষ্ঠস্থ পানি শোধনাগারের সার সংপে তুলে ধরে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০১৮ সালে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বর্তমানে চালু হওয়ার ফলে প্রতিদিন গড়ে ৪৩ লাখ ২০ হাজার লিটার বিশুদ্ধ পানি পাবে পৌরবাসী। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৩১ কিলোমিটার পানির পাইপ লাইন স্থাপন করা হয়েছে। সমগ্র পৌরবাসীকে আরও বিশুদ্ধ পানি সেবাসহ নানা উন্নয়ন প্রকল্পে হাজীগঞ্জ- শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের আন্তরিক সহযোগিতায় এগিয়ে যাবে। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হাজীগঞ্জ পশ্চিম বাজারের মিঠানিয়া ব্রীজের উত্তর পাশে পৌরসভার নিজস্ব জমিতে উক্ত প্ল্যান্টটি প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। উক্ত প্ল্যান্টের বিশুদ্ধ খাবার পানি পৌরবাসীর কাছে পৌঁছাতে একই প্রকল্পের স্থান ভেদে নতুন আকার বা সাইজের ভিন্নতা নিয়ে প্রায় ৩১ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। উক্ত প্ল্যান্ট থেকে প্রায় ৪০ হাজার নাগরিক বা ৮ হাজার পরিবারের মাঝে এই পানি বিতরণ করা হবে। উক্ত প্ল্যান্ট দৈনিক ৪৩ লাখ ২০ হাজার লিটার বিশুদ্ধ সুপেয় পানি নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করতে পারবে। এতে করে আগামী ২০ বছর পর্যন্ত পৌরবাসীর নতুন করে বিশুদ্ধ পানির চাহিদার অভাব থাকবে না। পৌরসভা সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্যে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হয়। ২০১৮ সালের ২০ জানুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন করা করেন স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। পৌরসভার সূত্রে আরো জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভায় মোট জনসংখ্যা রয়েছে ১ লাখ ১ হাজার ৫৭০ জন। এই বিশাল জনগোষ্ঠীর জন্যে ৫টি ডিপ টিউবওয়েল ও ৬০টি গভীর নলকূপের মাধ্যমে প্রায় ৬০ হাজার পৌরবাসী আর্সেনিকমুক্ত পানির সুবিধা পাচ্ছেন। বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ১ম বার দায়িত্ব গ্রহণের পর থেকে ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে নতুন করে বেশ কয়েকটি গভীর নলকূপ স্থাপন করেন এবং সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানি সরবরাহে জন্য ১ কোটি টাকা ব্যয়ে পাইপলাইন স্থাপনের কাজও শেষ করেন।
Leave a Reply