স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের উদীয়মান অভিনেতাদের মধ্যে শেখ জিসান আহমেদ একটি আলোচিত নাম।তিনি মনপুরা,আয়নাবাজি,জোকার সহ একের পর এক দেশ এবং জগৎ বিখ্যাত সিনেমার হুবহু পুনর্নির্মাণ এবং সেইসাথে অভিনয় করে লাখো মানুষকে প্রতিনিয়ত মুগ্ধ করে চলছেন।এরই ধারাবাহিকতায় জিসান এবার হাজির হচ্ছেন সি. প্রেমকুমার পরিচালিত দর্শকপ্রিয় তামিল ভাষার চলচ্চিত্র ’96 নিয়ে।’96 সিনেমাটি মূলত রোমান্টিক স্কুল ভালোবাসার গল্প।এই সিনেমাটিকে কোটি মানুষের আবেগ এবং বাস্তবতার গল্প হিসেবে ধরা হয়।এখন দেখা যাক,জিসান এই কোটি মানুষের আবেগ এবং বাস্তবতার গল্প কতটুকু আবার ফুটিয়ে তুলতে পারেন! তবে তার পূর্বের কাজ গুলো দেখে আশা করাই যায় বরাবরের মতো এবারও তিনি দারুন কিছু উপহার দিতে যাচ্ছেন।
এর আগে জিসান গত জুন মাসে মনপুরা সিনেমার বিশেষ বিশেষ দৃশ্যের পুননির্মাণ করে সারাদেশে তুমুল আলোড়ন সৃষ্টি করেন এবং সর্ব মহলের মানুষের কাছে ব্যপক প্রশংসা লাভ করেন।
শেখ জিসান আহমেদ বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করছেন।এর আগে তিনি একটি টেলিভিশন রিয়েলিটি – শো’তে শীর্ষস্থান লাভ করেন এবং এরপর থেকে ধারাবাহিক কাজ করে দর্শকদের মন জয় করে চলছেন।
Leave a Reply