ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অস্ত্রসহ আবু সাঈদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দুপুরে শহরের পার্বতিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ওই এলাকায় মাদকের কারবার চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাসি করে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ম্যাগজিন, দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও দুই হাজার নয়শ‘ টাকা উদ্ধার করা হয়। সে একটি সন্ত্রাসী গ্রæপের সদস্য। তার বিরুদ্ধে জেলার কয়েকটি থানায় হত্যা, নাশকতা, চাঁদাবাজী, ডাকাতি ও অস্ত্র আইনের ৮টি মামলা রয়েছে। তাকে হরিণাকুণ্ডু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র আইনের মামলায় ওই ব্যক্তিকে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply