হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মানবিক টিম সৃজন গ্রুপ ( পাশে আছি মানবতায়) এই স্লোগান কে ধারণ করে এগিয়ে যাচ্ছে মানবিক টিম সৃজন। সাধ্য কোন প্রতিবন্ধকতা নয় আর এই সাধকে শক্তিতে পরিনতি করে,সীমিত সামর্থ্যে একদল মানবিক মানুষ আর্তমানবতার তরে নিরন্ত ছুটে চলছে গড়ে তুলেছে মানবতার প্লাটফর্ম সৃজন গ্রুপ আজ সেই প্লাটফর্ম থেকে মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়নের একজন বৃদ্ধ মহিলাকে পায়ের চিকিৎসার জন্য,আর্থিক অনুদান প্রদান করা হয়। উক্ত মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জিয়াউর রহমান (সুজন),সাদমান জহির, মোঃজাকারিয়া,সুজন আলম,নোমান মিয়া,সাংবাদিক জাকির হোসেন,সুব্রত দত্ত, মুজাহিদ ইসলাম, নাজমুল সাকিব, ইকবাল হোসন সহ প্রমুহ।
Leave a Reply