হবিগঞ্জের মাধবপুরে ৫ সন্তানের জননী হালিমা বেগম (৫৯) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩১ মে) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির বাঁশের মাচার সঙ্গে গলায় ওড়না দিয়ে জড়ানো ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। বৃদ্ধা হালিমা ওই গ্রামে নুরুল ইসলামের স্ত্রী ।পারিবারিক সূত্র জানা যায়, সোমবার ভোরে কোন এক সময় ওই বৃদ্ধা বাড়ির লোকজনের অগোচরে পাশের আব্দুল মালেকের নির্মাণাধীন ঘরে বাঁশের মাচার সঙ্গে ফাঁস দেন।মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাবে না। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Leave a Reply