রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ডুকে রুপকারী ইউনিয়ন পরিষদের সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে। ঐ মামলার আসামী রুপায়ন চাকমাকে আটকের প্রতিবাদে আগামীকাল ১৬ জুন বুধবার সকাল ৬ থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সন্ত্রাসীরা। আটক রুপায়ন চাকমা ইউপিডিএফ (প্রসিত) সমর্থিত সাজেক ইউনিয়নের পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)র সভাপতি। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকালে উপজেলার মাচালং বাজার থেকে রুপায়ন চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনী পরে সন্ধায় বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়। পরে এই ঘটনায় ইউপিডিএফের সাজেক ইউনিটের পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য কালোবরন চাকমা ও এল্টু চাকমা যৌথ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। হরতাল প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ঐ এলাকাটি ইউপিডিএফ এর হওয়ার কারণে বড় ধরনের নাশকতা করতে পারে ইউপিডিএফ সন্ত্রাসীরা। পূর্বেও ইউপিডিএফ নানান রকম নাশকতা করেছে।
Leave a Reply