ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান উপদেষ্টা নূরুন্নবী চৌধুরী শাওন (এমপি)। হটলাইনে ফোন পেয়ে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম।
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে দ্বীপবন্ধু মানবিক সহায়তা কেন্দ্রের হট লাইনে ফোন আসলেই এমপি শাওন খাদ্য সামগ্রী নিয়ে চলে যান লালমোহন পৌরসভার ৪ নং ওয়ার্ডের নয়ানী গ্রামে প্রায় অর্ধশত পরিবারের মাঝে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে অবস্থান করায় আপনারা কর্মহীন হয়ে পড়েছেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে এসেছি।
অন্যদিকে গ্রামে হেঁটে হেঁটে স্বল্প আয়ের মানুষের ঘরে ঘরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বিভিন্ন জনসাধারনের খোঁজখবর নিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী নিয়ে এমপি শাওনের আকস্মিক আগমনে অবাক হয়েছেন অনেক হতদরিদ্র মানুষ। এমপি শাওনের এমন কার্যক্রমের প্রশংসা করেছেন সবাই। দিনে এনে দিনে খেয়ে চললেও সরকারের ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। ঠিক একইভাবে লালমোহন উপজেলার স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান উপদেষ্টা নূরুন্নবী চৌধুরী শাওন (এমপি)। এসময় উপস্থিত ছিলেন, গনভবনের কর্মকর্তা শাহিন জুয়েল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন হাং, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুম, লালমোহন ফাউন্ডেশন (ঢাকা) এর সাধারন সম্পাদক রাফেজ, পৌর যুবলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
Leave a Reply