চাঁদপুরের কচুয়ার একটি পরিবার পথে বসেছে। স্বামীর সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ফলে স্ত্রী মনি আক্তার দুই সন্তান নিয়ে পড়েছেন বিপদে। মনি আক্তার মুঠোফোনে জানান তার অভাবের কথা। ২ সন্তান মুজাহিদ ও মাহমুদ কে রেখে দূর্ঘটনায় মারা যান মরহুম মেহেদী হাসান আলম। মেহেদী হাসান আলমের ছোট ছেলের আকীকার বাজার করতে গিয়ে তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।বর্তমানে তার স্ত্রী ও ২ সন্তান চাদঁপুর জেলার কচুয়া থানায় বসবাস করেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের অভাব অনাহারে দিন কাটছে বলে তিনি জানান। মনি আক্তার (আলমের স্ত্রী) এর ব্যক্তিগত ফোন নাম্বার (ব্যক্তিগত বিকাশ -01629618495)। দেশবাসীর কাছে তিনি নিজের অসহায়ত্ব তুলে ধরেছেন এবং সন্তানের জন্য সাহায্য প্রার্থনা করেছে।
Leave a Reply