হবিগঞ্জের আজমিরীগঞ্জে রসুলপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত হয়েছেন। রবিবার (১৮ জুলাই) বিকাল আনুমানিক ৪টায় আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফ উদ্দিন সড়কের ঝিঙ্গরী নামক ব্রীজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা যায় রোববার বিকাল ৪টায় মোঃ আফতাব মিয়ার পরিবারের ০২ নং ছেলে মোঃ মুবিন মিয়া(১৬), এস.এস. সি পরীক্ষার্থী। কোভিট-১৯ মহামারীর কারণে সারাদেশে স্কুল বন্ধ থাকায় বাড়িতে চলে আসে। অবসর সময়ে বিকাল বেলায় মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরির সময় আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া জলসুখা সড়কে পৌঁছে এক পর্যায়ে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেয় তারা। এ সময় ঝিঙ্গরী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে কালভার্টের সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এ সময় স্থানীয়রা উপস্থত হয়ে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন। সোমবার (১৯ জুলাই) সকালে মুবিনের লাশ কাকাইলছেও এর রসুলপুরে পোঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply