স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে ৩০ মামলা শ্রীমঙ্গলে।
মৌলভীবাজার জেলা বিশেষ প্রতিনিধি- শামছুল ইসলাম সোহাগ :-
লকডাউনের শর্তাবলী কার্যকর এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে আজ ১ জুন ২০ পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ মামলায় ৫৪,৩০০ টাকা অর্থদণ্ড করা হয়।
লকডাউনের শর্ত অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা, ক্রেতা ও বিক্রেতা পর্যায়ে মাস্ক না পরা, গণপরিবহনে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী যাত্রী বহন করা, ইত্যাদি অ অপরাধে এসব অর্থদণ্ড করা হয়।
সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দণ্ডবিধিতে এসব মামলা ও অর্থদণ্ড করা হয়।
এসময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ১৯ মামলায় ৩৬০০০ ( ছত্রিশ হাজার) টাকা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ৮ মামলায় ১৩০০ ( এক হাজার তিনশত) টাকা এবং জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানা ৩ মামলায় ১৭০০০ ( সতেরো হাজার) টাকা অর্থদণ্ড আদায় করেন।
Leave a Reply