স্বপ্নতো অনেক রকমই হয় জানাযায় কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের রাজমিস্ত্রী আবদুল কাদের দেখেছে ভিন্নধর্মী স্বপ্ন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে ১৮ কোটি বিন্দু দিয়ে বঙ্গবন্ধু ছবি অংকন করেছেন। জানা গেছে, রাজমিস্ত্রী আবদুল কাদের মনোহরগঞ্জ উপজেলার ঝলম উওর ইউনিয়নের বাংলাইশ গ্রামের (খাল পার) এলাকার ইয়াছিন মিয়া ছেলে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীকে উপহার দিতে কাদেরে এ উদ্যোগ নেন। তিনি ক্লান্তিহীন পরিশ্রম করে গত দুই মাস ধরে নিজ বাড়ীতে, ৩৭৫ বর্গফুট পিভিসি পেপারে মার্কার কলম দিয়ে ১৮ কোটি বিন্দুর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ফুটিয়ে তুলেন। প্রতিদিন ব্যতিক্রম এই আঁকা ছবিটি দেখতে ভীড় করছেন বাংলাইশ গ্রামের উৎসুকরা। ওই গ্রামের বাসিন্দারা জানান,বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের জন্য পাগল এই কাদের।সে লক্ষ্যে প্রধানমন্ত্রীকে একটি উপহার দেওয়ার জন্য তিনি এই উদ্যোগ নেন। স্বপ্ন পূরণের অঙ্গিকার নিয়ে নিরলস পরিশ্রম করেন তিনি। কাদের ভাষ্যমতে ওই দিনই তার স্বপ্ন আর কষ্ট স্বার্থক হবে,যখন প্রধানমন্ত্রী তার আঁকা ছবিটি ছুঁয়ে দেখবেন এবং আমাকে দোয়া করবেন ।
Leave a Reply