স্পেনের বার্সেলোনা থেকে লাশ হয়ে বাড়ী ফিরলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার প্রবাসী জুনেদ(৩৮)। গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনা ডেলমার হাসপাতালে বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।আজ বুধবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৩ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে তার লাশ। গত ২৮ জানুয়ারি বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনা শাহজালাল জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ২য় জানাজা আগামী ৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।পারিবারিক সূত্রে জানা যায়, সারা বিশ্বময় করোনা ভাইরাস দেখা দিলে প্রথম দিকে ব্রেইন টিউমার ধরা পড়ে জুনেদের।তারপর তাকে বার্সেলোনা ডেলমার হাসপাতালে ভর্তি করে অপারেশন করা হয়। অপারেশনের পর দীর্ঘদিন কোমায় ছিলেন তিনি।এক সময় জুনেদের জ্ঞান ফিরে। পরিবারের লোকজন ভিডিও কলে জুনেদের সাথে কথাও বলেছেন।গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার চিকিৎসা ধীন অবস্থায় বার্সেলোনা ডেলমার হাসপাতালে বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে মৃত্যু বরণ করেন তিনি। প্রবাসী জুনেদের বাড়ী ছাতক উপজেলার সৈদের গাঁও ইউনিয়নের বিশ্বম্ভপুর গ্রামে। তার পিতার নাম লিয়াকত আলী। প্রবাসী জুনেদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply