ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ০৪ নং চাচঁড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ৮৪ নং দঃ পঃ চাচঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কির সেন্টারিং খুলতে গিয়ে ০২ জন নির্মাণ শ্রমিক এবং এলাকার একজন উদ্ধার করতে গিয়ে মোট ০৩ জনের মৃত্যু হয়।ঘটনাটি ঘটে আনুমানিক বেলা ১১ ঘটিকায়।নির্মাণ শ্রমিক মোঃ শামীম (২৩) ও রাকিব (৩০) সেফটি ট্যাংকের মুখ খুলে ভিতরে প্রবেশ করে।তাদের ভিতরে যেতে দেখেন প্রত্যক্ষদর্শী মোঃ আলাউদ্দিন (৪৮) তিনি তাদের কোন শব্দ না পেয়ে ভিতরে প্রবেশ করেন।তিনি ও আর ফিরে আসলেন না।এসব গঠনার বর্ণনা দেন আর ও একজন প্রত্যক্ষদর্শী মোঃ জুয়েল( ২২)। বাবুল চন্দ্র দাস(৪৫) নামক স্থানীয় এক ব্যক্তি জরুরি 999 কলের মাধ্যমে চলে আসেন ফায়ার সার্ভিসের তজুমদ্দিন থানা বিশেষ টিম। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ ফারুক তিনি বলেন সেফটি ট্যাংকের ভিতরে মিথেন ইথেন গ্যাসের বিষক্রিয়া মাধ্যমে অক্সিজেন শূন্য হয়ে তাদের মৃত্যু হয়। উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা ষ্টেশন লিডার আলী আশরাফ সৈনিক মোঃ রিয়াজ,সৈনিক আশরাফ,সৈনিক মোঃ শাহীন,সৈনিক মোঃ শাকিল,সৈনিক মোঃ জাহিদ,সৈনিক মোঃ আরিফ,সৈনিক মোঃ মাহারুফুল হাসান প্রমুখ।খবর পেয়ে ছুটে আসেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা,তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন মিডিয়া কর্মী ভাইয়েরা।
Leave a Reply