সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০০ অপরাহ্ন

সুন্দরবনে দই মাসের জন্য মাছ আহরনে নিষেধাজ্ঞা,

মো:মিজানুর রহসান সাগর,বাগেরহাট,,,
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

মাছের প্রজনন মৌসুম থাকায় বৃহস্পতি বার ১লা জুলাই থেকে সুন্দেরবনের অভ্যান্তরে মাছ শিকার,আহরন,পরিবহন,বিপনন বন্ধ ঘোষনা করেছেন বন কর্তৃপক্ষ,৩১সে আগাষ্ট মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে মাতৃজগতকে জানিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডি এফ ও)মো:বেলায়েত হোসেন,নিষেধাজ্ঞা কার্যকর রাখতে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পারমিট,পাশ,মৌখিক অনুমতি,বন্ধ রেখেছেন বন বিভাগ,,এর পূর্বেও বিগত বছর গুলিতে এই মাস সুন্দরবনের সকল নদ নদী ও খালে মাছ ধরা বন্ধ ছিলো,, সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন সুন্দরবনের সৎস সম্পদ রক্ষায় ইমিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্লানসের সুপারিশ অনুযায়ী ২০১৯সালে সুন্দরবন একটি চূক্তিতে আবদ্ধ রয়েছে,যার অংশ হিসেবে প্রতিবছর পহেলা জুলাই থেকে ৩১অাগাষ্ট মধ্যরাত পর্যন্ত সুন্দরবন পূর্ব পশ্চিম বন বিভাগের সকল নদ নদী খালে মাছ শিকার,আহরন,পরিবহন,বিপনন বন্ধ থাকবে,,আমরা গত বছর ১লা জুলাই থেকে এ নিষেধাজ্ঞা বলবৎ করে আসছি, তিনি আরো বলেন,এ দুই মাস সুন্দরবনের অভ্যান্তরে মাছ শিকার বন্ধ থাকলে সুন্দরবনের নদী খালে মাছ বুদ্ধির পাশাপাশি জলজ উদ্ভিদ ও প্রানীর কুলে ইতিবাচক ভূমিকা রাখবে, পরবর্তি সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত প্রতিবছর একই সময়ে মাছ শিকার বন্ধ থাকবে,,এ সময় চোরা শিকারীরা যাতে মাছ মারতে না পারে সে জন্য সুন্দরবনের অভ্যান্তরের নদ নদী খালে নিয়োমিত টহল জোড়ধার করা হয়েছে বলে জানান,,

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581