সুনামগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে এক বখাটে যুবকের হাতে চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। বাড়ীতে গিয়ে স্বজনকে চিকিৎসা না দেয়ায় হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসককে মারধর করে ও শারিরীক ভাবে লাঞ্ছিত করেছে মিজানুর রহমান নামের এক বখাটে যুবক। সে সুনামগঞ্জ পৌর শহর হাসননগরস্হ সুলতানপুর এলাকার আকিল মিয়ার ছেলে। ঘটনার পর তাকে আটক করেছে থানা পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ও তার বড় ভাই সালেক মিয়া মঙ্গলবার (১৩ জুলাই) সকালে অসুস্হ স্বজনকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে এসে ডাক্তারকে বাসায় যেতে বলে। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক যেতে পারবেন না বলে জানান। পরে মিজানুর রহমান ও তার বড় ভাই সালেক মিয়া ডাক্তারের উপর চড়াও হয়। এক পর্যায়ে বখাটে মিজানুর রহমান ডাক্তারকে চর থাপ্পড় দেয়। এছাড়াও গত বছর ৫ ডিসেম্বর সে হাসপাতালের এক নার্সকে চুরিকাঘাত করে মিজানুর রহমান। সুনামগঞ্জ বিএম,র সাংগঠনিক সম্পাদক ডা.সৈকত দাস জানান, চিকিৎসকরা এই করোনা পরিস্থিতিতে জীবন ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে সহায়তা করছেন।মঙ্গলবার সকালে যে ঘটনা ঘটেছে তা খুবই নিন্দনীয়। এই ঘটনার মূল হোতা মিজানুর রহমান ও তার বড় ভাই সালেকের বিচার দাবি করেন তিনি। সুনামগঞ্জ সদর থানার ওসি ( তদন্ত) এজাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মিজানুর রহমানকে আটক করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে পদক্ষেপ নেয়া হবে। সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. আনিছুর রহমান বলেন, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
Leave a Reply