০৩-০২-২০২০ সাল সোমবার অদ্য বেলা ২টা ৩০ মিনিটের সময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেইটে বালুচর নতুন বাজার রোডে এক গোপন সংবাদের মাধ্যমে সিলেট এসএম পি হযরত শাহপরান (রঃ) থানার ডিউটি এক টিম অভিযান চালিয়ে – সাদিকুর রহমান, পিতা আখলাছুর রহমান, সাং স্বজন ১৭/ উপর পাড়া, পাঠান টুলা, থানা জালালাবাদ এস এম পি, সিলেট এলাকার ওই নামের এক ব্যক্তিকে হাতেনাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে হযরত শাহপরান (রঃ) থানার এক টিম । বিস্তারিত এখনো পাওয়া যায়নি, আসছে পরবর্তী নিউজে ।
Leave a Reply