বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ অপরাহ্ন

সিলেটে গোয়াইনঘাটের ওসি আহাদের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কোটি কোটি টাকার বিনিময়ে অবৈধভাবে পাথর উত্তোলনে সহযোগিতার অভিযোগে মামলাটি দায়ের করেছেন গোয়াইনঘাট থানাধীন জাফলং নয়াবস্তি এলাকার বীর মুক্তিযোদ্ধা ইনছান আলী। মামলায় থানার এসআই আব্দুল মান্নানসহ আরও ৯ জনকে আসামি করা হয়। রোববার (১৪ ফেব্রুয়ারি) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে দুর্নীতি দমন আইনে মামলাটি (নং ১/২০২১) দায়ের করা হয়। আদালত মামলা গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনে তদন্তের জন্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম। মামলায় ওসি ও এসআইসহ অন্যান্য আসামিরা সরকারি ও বাদির নিজের জায়গা থেকে পাথরখেকোদের পাথর উত্তোলনের সুযোগ দেয়ার বিনিময়ে অবৈধভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করেন ওই মুক্তিযোদ্ধা। অন্যান্য আসামিরা হলেন- গোয়াইনঘাট থানার মামারবাজার এলাকার ইমরান হোসেন ওরফে জামাই সুমন, বল্লাঘাট এলাকার বর্তমান বাসিন্দা আলাউদ্দিন, নয়াবস্তির পাখি মিয়ার ছেলে সমেদ, ফয়জুল ইসলাম, মো. ফিরোজ, রহমত আলী ও সানু মিয়া। মামলার এজহারে মুক্তিযোদ্ধা ইনছান আলী উল্লেখ করেন, গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ ও এসআই আব্দুল মান্নান তার মৌরসী জায়গাসহ অন্যান্য জায়গা থেকে আসামিদের পাথর তুলতে দেয়ার মাধ্যমে আর্থিক ফায়দা হাসিল করেন এবং তিনি নিষেধ করলে তার উপর বলপ্রয়োগও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581