সিলেট জেলার কানাইঘাট থানায় সুরমা নদীর পাড়ে অবস্থিত একটি পুরাতন গ্রাম যার নাম হচ্ছে নিজ বড় দেশ দক্ষিণ । যেখানে আজ থেকে প্রায় ৮ বছর আগে সুরমা নদী ভাঙ্গন বন্ধ করার জন্য ওয়াবদা কোম্পানি থেকে ২০০ মিটার পাথর ও ব্লকের কাজ এসেছিল পার্শ্ববর্তী এলাকার ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ এর মাধ্যমে কিন্তু ফারুক আহমেদ ওই এলাকার কিছু অসাধু লোকের কাছ থেকে মোটা অংকের টাকা পেয়ে যেখান থেকে কাজ করার কথা ছিল যে জায়গাটি এই সুরমা নদীর সবচেয়ে গভীর জায়গা এবং সবচেয়ে ভাঙ্গনের আশঙ্কা অবস্থা সেই জায়গা বাদ দিয়ে কোনো কাজ না করে অন্য জায়গাটা কাজ করে দিয়ে চলে যান কিন্তু ওনার মোটা অংকের টাকার লোভ ও ভুলের কারণে এই সুরমা নদীর বুকে বিলিয়ে যাচ্ছে নিজ বড় দেশ গ্রাম যেখানে রয়েছে হাজারো মৃত ব্যক্তির তিনটি গোরস্থান ও এলাকার ঘনবসতি মানুষ শুধু তাই নয় এই এলাকার অনেক পুরাতন একটি জামে মসজিদ এই নদীগর্ভে চলে যায় অনেকদিন আগে এবং তিনটি গোরস্থানের মধ্যে দুইটি গোরস্থান নদীগর্ভে চলে গেছে আর একটি গোরস্থান যাওয়ার মাত্র বাকি আছে এবং এই এলাকার অনেক অসহায় ঘনবসতি লোক আছে যাহার শেষ সম্বল ভিটেমাটি ছাড়া অন্য কোন জায়গা জমি নেই যে এই ভিটেমাটি নদীতে চলে গেলে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার কোন জায়গা নেই । আজ থেকে প্রায় দুই বছর আগে এই সুরমা নদীর গভীর ভাঙ্গন টা পরিদর্শন করে দেখে কত ফুট ভাঙ্গন ম্যাপে নিয়ে যান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা । কিন্তু রাস্তা ভেঙ্গে মানুষ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে তারপরও কোন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না । আমরা সব সময় দেখতে পাচ্ছি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো রাস্তাঘাট ও নদী ভাঙ্গনের জন্য কোটি কোটি অনুদানে রাস্তাঘাট নদী ভাঙ্গন মেরামত করা হচ্ছে কিন্তু ওই এলাকার নদী ভাঙ্গন বন্ধ করার জন্য এমপি চেয়ারম্যান মেম্বার সহ সবাই নিরব ভূমিকা পালন করছেন । কিন্তু এর আগেও কয়েকবার সিলেট কানাইঘাট ও জকিগঞ্জ ৫ নং আসনের এমপি জনাব হাফিজ আহমদ মজুমদার সাহেব ও স্থানীয় ৭ নং ইউপি চেয়ারম্যান মাসুদ আহমেদ সহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বারবার এলাকাবাসীর দাবি তুলে ধরার পরও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না তাহারা । যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত করতে হয় এবং ইমারজেন্সি রোগী ও মৃত ব্যক্তিদের লাশ নিয়ে যাওয়ার জন্য কোন ধরনের গাড়ি যাতায়াতের কোন অসুবিধা নেই যেখানে অসহায় এলাকার হাজার হাজার লোক । তাই ওই এলাকাবাসীর দাবী এই সুরমা ডাইক সড়কটি স্থায়ীভাবে মেরামত করে দেয়ার জন্য এবং ওই এলাকার অসহায় ভিটে মাটিছাড়া সব জমি নদীগর্ভে চলে যাওয়া অসহায় মানুষের এই দাবিটি পূর্ণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ।
Leave a Reply