জেলা ব্যুরো সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ফসলী জমিতে পুকুর খনন বন্ধ করলেন ইউনিয়ন ভূমি সহকারী।উপজেলার ৫ নং চান্দাইকোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ডুমরাই গ্রামে তিন ফসলী জমির শ্রেণী পরিবর্তন না করে আব্দুল মান্নান,আব্দুল কুদ্দুস,আব্দুল কাদের,আবু তালেব এই চার ব্যক্তি নিজেদের প্রভাব খাটিয়ে ও তাদের মির্জা বংসের প্রভাব দেখিয়ে অবৈধভাবে পুকুর খনন শুরু করেন।অবৈধভাবে পুকুর খননে ব্যবহার করেন অবৈধ ভেকু মেশিন ও লাইসেন্স বিহীন ড্রাম ট্রাক।অবৈধভাবে পুকুর খননের কারণে নষ্ট হচ্ছে আবাদি জমি ।ক্ষতিগ্রস্থ হচ্ছে ঐ এলাকার সাধারণ কৃষক।
ডুমরাই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন,এই চার ব্যক্তি তাদের নিজেদের প্রভাব আর বংসের গৌরব দেখিয়ে যে পুকুর খনন করছে তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশের জমির মালিকরা। অবৈধ ভাবে পুকুর খনন বন্ধ করার বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন ভূমি সহকারি সিরাজুল ইসলাম বলেন,ফসলী জমির শ্রেণী পরিবর্তন না করে তিন ফসলী জমিতে পুকুর খনন সম্পূর্ণভাবে অবৈধ ।পুকুর খননের বিষয়ে স্থানীয় সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছি। সরেজমিনে তদন্ত করে অবৈধভাবে পুকুর খননের কাজটি আপাদত বন্ধ করে দিয়েছি।
উল্লেখ্য অবৈধভাবে ফসলী জমির শ্রেণী পরিবর্তন না করে পুকুর খননের কারণে সরকার হারাচ্ছেন হাজার হাজার রাজস্ব।
Leave a Reply