বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আলনা বিতরণ।

রেজাউল করিম খান, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি(সিরাজগঞ্জ)
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১ খ্রিঃ তারিখে পুলিশ লাইনস্, সিরাজগঞ্জ-এ প্রতিটি থানা ব্যরাকে অবস্থানরত পুলিশ সদস্যদের পরিস্কার-পরিচ্ছন্ন, মানসম্মত ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করার জন্য ০১টি করে আলনা জেলা পুলিশের অফিসার-ফোর্সদের মধ্যে বিতরণ করেন সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম। উল্লেখ্য, ইতোপূর্বে পুলিশ লাইন্সের ৩০০ (তিনশত) পুলিশ সদস্যকে তাদের দৈনন্দিন ব্যবহৃত পোষাক ও কাপড়-চোপড় রাখার জন্য একটি করে আলনা সরবরাহ করা হয়েছে। এ সময় উক্ত আলনা বিতরণ অনুষ্ঠানে জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), জনাব মোঃ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, এএসপি সার্কেল, থানার অফিসার ইনচার্জগণ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581