২৭ এপ্রিল ২০২০ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন) মহোদয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি এর নেতৃত্বে উল্লাপাড়া উপজেলায় বাজারে মনিটরিং করা হয়।এ সময়ে আদার দাম ১৪০-১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে এবং রসুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং সংলগ্ন এলাকায় ইটভাটায় ইটের প্রাপ্ত মাপের থেকে কম পাবায় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে দন্ড দেয়া হয়েছে। এ সময় দোকানীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি না করতে, পাইকারি ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হয়।
অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন র্যাব ১২ এর একটি টিম। জনস্বার্থে এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply