নগরবাড়ি- বগুড়া মহ সড়কের উল্লাপাড়ার দূর্গানগর নামক স্থানে অলেম্পিক কোম্পানির সিরাজগঞ্জ জোনের উল্লাপাড়া শাখার এস আর সাগোর হোসেন(২৮) মারা গেছে । তার বাড়ি জয়পুরহাট সদর থানার নাকোরিয়া গ্রামে। জানা যায় শুক্রবার সন্ধ্যার দিকে সাগর ভ্যান যোগে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে বালশা বাড়ি যাওয়ার পথে দূর্গানগর নামক স্থানে রাস্তার উপরে ফেলে রাখা মাটির স্তুপের উপর ভ্যান উঠে উল্টে গেলে সাগর ভ্যান থেকে রাস্তার উপর পরে যায় । এ সময় বিপরিত থেকে আসা দ্রুত গামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাগর ঘটনা স্থলেই মারা যায় । উল্লাপাড়া ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার হেফাজতে রয়েছে ।
Leave a Reply