মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বাস চাপায় পুত্র-কন্যাসহ প্রাণ হারালো স্কুলশিক্ষিকা।

মোঃ সোহেল রানা
  • আপডেট টাইম রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

সিরাজগঞ্জ শহরে বাসচাপায় ছেলেমেয়েসহ অটোরিকশাযাত্রী এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশাচালক। রোববার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এসবি ফজলুল হক কালাচাঁন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বনবাড়িয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রুনী খাতুন (৩০), তার ছেলে অদি (১২) ও মেয়ে সায়েবা (৬)। সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, ছেলে ও মেয়েকে নিয়ে স্কুলশিক্ষিকা রুনী অটোরিকশায় শহরে যাচ্ছিলেন। এসবি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছলে যাত্রাবাহী একটি বাস অপর একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলেসহ স্কুলশিক্ষিকা নিহত হন। গুরুতর আহত হন চালক ও তার মেয়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সায়েবাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Developed BY Matrijagat TV
matv2425802581