মোঃ শাহাদত হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় ৮টি পাইপগানসহ গোপাল চন্দ্র সুত্রধর (৩২) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার গোপাল চন্দ্র সুত্রধর বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ সুত্রধরের ছেলে।
ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে দৌলতপুর ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। এসময় ৮টি পাইপগানসহ গোপাল চন্দ্র সুত্রধরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
Leave a Reply