সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত পালাতক আসামীরা হলো সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামের মোঃ আবু সাঈদ সরকার এর ছেলে মোঃ লিটন সরকার (৩২), মোঃ আবু সাঈদ প্রামানিক এর ছেলে মোঃ জহুরুল ইসলাম (৩৫) ও জাহাঙ্গীরগাতি পূর্বপাড়া গ্রামের মৃত গোলাপ সরকার এর ছেলে মোঃ আল আমিন সরকার (৩২)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা। উল্লেখ্য সোমবার (৭ জুন) সন্ধ্যায় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন কৃষ্ণাদিষী বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় পালাতক এই তিন আসামী গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply