সিরাজগঞ্জের সলঙ্গায় টমেটো বোঝাই পিক আপ ভ্যান থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
শনিবার (৯ মে) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার খান আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে থেকে ৩৫৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলো, দিনাজপুরে নবাবগঞ্জ থানার প্রাণ কৃষ্ণপুর চরার হাস গ্রামের রুহুল আমিনের ছেলে সৈয়দ রেজাউল করিম (৫৫) ও একই থানার আমবাগান গ্রামের আশরাফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী টমেটো বোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৫৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত ২ টি মোবাইল, ২ টি সীম নগদ ৭ হাজার দুইশ টাকা ও মাদক পাচার কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply