শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে আসন্ন জেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র চুড়ান্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত চেয়ারম্যান পদে একক প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস

সাথী সুলতানা
  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন -২০২২ উপলক্ষে মনোনয়নপত্র চুড়ান্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে মনোনয়চনপএ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র বাছাই কার্যক্রম করেন, জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ রিটার্নিং অফিসার ড.ফারুক আহাম্মদ। এই সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান ও সাবেক (মন্ত্রী) আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল জসিমউদ্দিন পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আজিজার রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ১ নুরুল হকসহ নির্বাচনে অংশগ্রহণকারী মনোনয়নপত্র জমা দানকারীদের প্রস্তাব ও সমর্থককারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা পরিষদের
চেয়ারম্যান পদেএকক মনোনয়নপত্রের বৈধতা চুড়ান্ত ঘোষণা করা হয় বিধায় দ্বিতীয় বারেও চেয়ারম্যান হিসাবে বর্তমান পরিষদের প্রশাসনিক নিয়োগপ্রাপ্তপ্রশাসক সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক পশুও প্রানি সম্পদ মন্ত্রী বেলকুচি উপজেলার কৃতিসন্তান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস নির্বাচিত হবেন।
চুড়ান্ত ভাবে মনোনয়নকারী স্ব-স্ব ইচ্ছায় আগামী ২৫সেপ্টম্বর অফিসচলাকালীন সময়ের মধ্যে উত্তোলন করতে পারবেন।এবং আগামী ২৬সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে বলে জানা যায়।
সাধারণ ৯টিওয়ার্ড আসনে মোটজমা৫২টিএরমধ্যেচুড়ান্ত হয়েছে ৩৮টিআরবাতিল মনোনয়ন পত্র ১৪টি।
মহিলা সংরক্ষিত আসনে ৩টিওয়ার্ডে মোট জমা ১৯টি বাতিল ১টিআর চুড়ান্তবাছাই সংখ্যা১৮টি মনোনয়নপত্র গৃহিত হয়েছে বলে জেলা নির্বাচন অফিসার সূত্রে জানা গেছে ।
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ১নংওয়ার্ড মোট চুড়ান্ত বাছাই ৪জন আর১জনবাতিল২নংওয়ার্ডে৭ ৩নং ওয়ার্ডে ৩জনচুড়ান্ত বাতিল ২জন৪নংওয়ার্ডে৩জনচুড়ান্ত ২জনবাতিল৫নংওয়ার্ডেতিধজন চুড়ান্ত আর দুই জন বাতিল ৬নংওয়ার্ডেদুইজন চূড়ান্ত ৭নং ওয়ার্ডেসাতজনচুড়ান্ত দুই জন বাতিল ৮নংওয়ার্ডেচার জন চুড়ান্ত তিন জন বাতিল ৯নংওয়ার্ডেপাচঁজন চূড়ান্ত একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা যায় । মহিলা সংরক্ষিত আসন১নং ওয়ার্ড(১*২ও৩)৯জনচুড়ান্ত২নংওয়ার্ড(৪*৫ও৬)৩জন৩নংওয়ার্ডে(৭*৮ও৯)৬জনচুড়ান্ত১জনবাতিল বলে জানা যায় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581