সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ফরিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য আজ বুধবার (২৬ মে) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহত ফরিদুল ইসলাম সলঙ্গা থানার নলকা ইউপির চর ফরিদপুর গ্রামের ইনসান আলীর ছেলে। রায়গঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হুসাইন বলেন, থানার চর ফরিদপুর গ্রামের ফরিদুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যার চেষ্টা করেছে বলে পরিবারের সদস্যরা তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে অবগত করে। মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ হাসপাতাল থেকে ফরিদুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে আজ বুধবার সকালে মর্গে প্রেরন করা হয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে পুলিশ জানিয়েছেন।
Leave a Reply