সিরাজগঞ্জের জেলার কাজিপুরের সোনমুখী ইউনিয়নের গোপালপুর গ্রামের ১৯ বছর বয়সী রেবেকা খাতুন জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। কারো সহযোগিতা ছাড়া একেবারেই অচল। পিতা হাফিজুর রহমান দিনমজুরী করে সংসার চালায়। রেবেকার প্রতিবন্ধী ভাতা ছিল পরিবারের বাড়তি আয়ের একমাত্র উৎস। কিন্তু সম্প্রতি রেবেকার প্রতিবন্ধী ভাতা অকারণে হঠাৎ বাতিল হওয়ায় অসহায় হয়ে পড়ে পরিবারটি। অবশেষে সিরাজগঞ্জের গর্ব বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর ছোট মেয়ে এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় কমিটির সদস্য ও অসহায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠন “সুইড বাংলাদেশ ” এর যুগ্ম মহাসচিব ইমেলদা হোসেন দীপার সহায়তায় তিনি ফিরে পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা। আজ (৪ জুলাই) সকালে ইমেলদা হোসেন দীপা জানান, সারাদেশের অসহায় ও প্রতিবন্ধীদের নিয়ে তিনি ১৮ বছর কাজ করে চলেছেন। গতকাল তিনি দৈনিক সিরাজগঞ্জ অনলাইন প্রত্রিকায় নিউজটি দেখার পর ব্যাথিত হন এবং বিষয়টি দ্রুত সমাধানের জন্য আজ সকালে কাজিপুর সমাজসেবা কর্মকর্তার সাথে কথা বলে আবারও ভাতা নিয়মিত প্রদান করা হবে এমনটাই নিশ্চিত করেন। ইমেলদা হোসেন দীপা আরো জানান, রেবেকা আগামী অক্টোবরে ৩ মাসের ভাতা একসাথে পাবেন। তিনি আরো জানান শুধু রেবেকা নয় সিরাজগঞ্জের অসহায় ও প্রতিবন্ধীদের পাশে তিনি সব সময় আছেন এবং কোথাও রেবেকার মত কাওকে পাওয়া গেলে তিনি দ্রত তার পাশে দাঁড়াতে চান। কাজিপুর সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, রেবেকা জুলাই থেকেই ভাতা পাবেন এবং সেটা অক্টোবরে ৩ মাসেরটা একসাথে প্রদান করা
Leave a Reply