যশোর জেলার অভয়নগর পরিবার কল্যান কেদ্রে ০৫/০৫/২০২০খ্রিঃ রোজ মঙ্গলবার সকাল১১’৩০ ঘটিকায়ঔষধ আনতে যেয়ে দেখি হাসপাতালটি বন্ধ আছে সেখানে কোন চিকিৎসক ও কমী কেউ নাই হাসপাতালটি তালা বন্ধ আছে অনেক রোগীর এসে চিকিৎসক না পেয়ে ভোগান্তিতে পড়ছে বত’মান মহামারী কোভিড=১৯ সংক্রমনের মুহুর্তে অনেক রোগী ঔষধ নাই যার কারনে অনেক রোগী ফেরত যায় এবং অনেক সমস্যা হচ্ছে হাসপাতালে ৫ জন চিকিৎসক ওসহকমী থাকায় তারা নিয়মিতওসময়ত এসে না যদিও দুই একদিন আসে তাপিত রোগীদের চাহিদা ময়িক ঔষধ যায় না রোগীদের প্রধান দরজা বন্ধ করে বাইরে দাড়িয়ে রাখে ভিতরে প্রবেশ করতে দেয় না এ হাসপাতালে দুই জন সহ কারী দোতালায় বসবাস করার কথা কিন্তু সেখানে একজন চিকিৎসক ও অবস্থা ন করেন না
Leave a Reply