নাটোরের সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নে চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার নিম্ন আয়ের কর্মহীন দিনমজুর মানুষের মাঝে ২০কেজি করে চাল বাড়ি বাড়ি পৌছে দেন চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।
সোমবার তিনি সকাল থেকে এ কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার। চাল বিতরনকালে তিনি বলেন,করোনা প্রতিরোধ নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। জরুরি কাজ ছাড়া বাহিরে যাওয়া যাবেনা।
এজন্য ২০কেজি করে চাল দিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে। এরপরও প্রয়োজনীয় কেনাকাটা করতে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানান। ৩০ মার্চ সোমবার চামারী ইউনিয়ন পরিষদ থেকে ভ্যান যোগে চামারী ইউনিয়নের প্রতিটি ওর্য়াড ও গ্রামে গিয়ে বাড়ি বাড়ি চাল পৌছে দেওয়া হয়।
Leave a Reply