‘নিরাপদ থাকুক সবার মা-বোন, বন্ধ হোক ধর্ষণ ও নির্যাতন’এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতায় বন্ধে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উখিয়ার কোটবাজার আরব সিটি সেন্টারের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে এ কর্মসূচির আয়োজন করে কালেরকণ্ঠ শুভসংঘ উখিয়া উপজেলা শাখা।
এতে বক্তব্য রাখেন, উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক , সহ-সভাপতি যথাক্রমে ছৈয়দ নূর ও মোঃ রাসেল, সাধারণ সম্পাদক রবিউল হাসান শিমুল, সাংবাদিক আবদুল হাকিম, মাহবুব কাউসার।
এ সময় শাখার অন্যান্য সদস্য ও স্থানীয় সচেতন মহল উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সমগ্র দেশেই নারী নির্যাতন ও ধর্ষণের ভয়াবহতা তীব্র আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধা কেউই নিরাপদ নয় ধর্ষকদের হাত থেকে। তাই ধর্ষণমুক্ত সমাজ বিনির্মাণে নৈতিক মূল্যবোধ বৃদ্ধি ও ধর্ষকের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, নোয়াখালীতে গৃহবধূকে শ্লীলতাহানির ন্যক্কারজনক ঘটনা, সিলেট ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নারীদের ওপর সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
Leave a Reply