কোভিড ১৯ মহামারি নভেল করোনা ভাইরার্স
আএান্ত এবং ঝুঁকিপূর্ণ বেশি হাওয়ার কারণ এ মাদারিপুর, শিবচর এ এইসব কাচা মালের দোকার গুলো খোলা মাঠে করার নির্দেশ দিয়েছেন,।
শিবচর পৌর চকবাজার এখন ৩ ভাগে ভাগ করা হয়েছে,।
যাতে লোক,সমাগম কম হয়,,এবং মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখতে পারে। তাই এই সব সবজির দোকান গুলো দেওয়া হয়েছে খোলা মাঠে। আর এই ধরনের নিত্যপ্রয়োজনিয় দোকান গুলো খুলে রাখার একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে,। সকাল ৭ টা থেকে দুপুর ১১ টা পযন্ত। আর্দেশ,কর্মে শিবচর পৌর,মেয়র,জনাব: আওলাদ হোসেন খান।
এতে করোনা আক্রান্ত কম হবে বলে আশা কোরছেন। মাদারিপুর জেলা,
স্বাস্থ্য-কমপ্লেক্স।
মানুষ জেনো সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনিয় মালামাল কেনা,কাটা কোরতে পারে,। তাই মাদারিপুর আইনশৃঙ্খলা বাহিনী,থাকবে টহল এ,,,,,
Leave a Reply