ঢাকা সাভার প্রায় ৯০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব- ৪। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার ( ২ রা এপ্রিল ) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব – ৪ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডি আই জি মোজাম্মেল হক। এর আগে বৃহস্পতিবার সাভারের আমিন বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো – মোঃ নবাব ( ২৮ ), মোঃ নাহিদ ইসলাম ( ২৯ )। র্যাব-৪ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডি আই জি মোজাম্মেল হক বলেন – গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানাধীন আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় প্রায় ৯০ লাখ টাকা মূল্যমানের ৮৮০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে পচনশীল পণ্য পেয়াজ পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply