বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ন

সাভারে নারীসহ কিশোর গ্যাং মাদকসহ গ্রেপ্তার – ৭।

স্মৃতি রানি, স্টাফ রিপোর্টার, সাভার ঢাকা।
  • আপডেট টাইম বুধবার, ২ জুন, ২০২১

সাভারের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে নারীসহ কিশোর গ্যাংয়ের – ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে প্রীজনভ্যানে করে অন্যান্য আসামীদের সাথে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সাভার আরাপাড়া ও বনপুকুর এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাওয়া হেরোইন ও গাজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃরা হলো – সাভারের কামাল রোডের টুকু মিয়ার ছেলে রুহুল আমিন ( ২৩ ) একই এলাকার আবুল বাশারের ছেলে আকাশ আহমেদ ( ২১ ) বিনোদবাইদের আলামিন রোডের অলি মিস্ত্রির ছেলে শাওন সিয়া ( ২০ ) মানিকগঞ্জের সিংগাইর এলাকার জিন্নাত আলীর ছেলে কবির হোসেন ( ২০ ) সে সাভারের বনপুকুর এলাকায় ভাড়া থাকতো। এছাড়াও ওয়াবদা রোডের সেলিম মিয়ার ছেলে হৃদয় ( ২২ ) একই এলাকায় লবণ মিয়ার ছেলে গোলাম রাব্বি ( ২৩ ) এরা সবাই মাদক ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্যদিকে সাজেদা বেগম ( ৪০ ) নামে এক ছব্দবেশী পাগলকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে মাদক সরবরাহ এবং তাদের সহায়তায় মাদকের ব্যবসা করতেন তিনি। সাভার মডেল থানার উপ- পরিদর্শক ( এস আই ) তাহমিদুল জানান – সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে নারীসহ কিশোর গ্যাংয়ের – ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে তল্লাশি করে আড়াই হাজার পুড়িয়া হেরোইন ও আধা কেজি গাজা পাওয়া যায়। গ্রেপ্তারকৃত নারী পাগলের বেশে কিশোর গ্যাংয়ের সহায়তায় সাভারের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পিনিক রাব্বি কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে হত্যাসহ সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। সাভার মডেল থানার ওসি ( তদন্ত ) কামাল হোসেন বলেন – সোমবার রাতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে ৭ আসামীকে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসা, ছিনতাইসহ তারা এলাকায় ত্রাসের সৃষ্টি করেছিলো। সামাজিক বিশৃংখলা রোধে কিশোর অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581